নেত্রকোনার কলমাকান্দা ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত।
মো: রিপন মিয়া সীমান্ত প্রতিনিধি নেত্রকোনা: || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের ২৬শে জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর এক সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই বীরত্বপূর্ণ যুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের ২৬শে জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর এক সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এই বীরত্বপূর্ণ যুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
তাঁদের অসীম সাহস, আত্মত্যাগ এবং দেশের প্রতি ভালোবাসার স্মরণে প্রতি বছর ২৬শে জুলাই "নাজিরপুর দিবস" হিসেবে পালিত হয়। এই দিনে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
নাজিরপুর দিবসের মূল তাৎপর্য হলো—মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরা। এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো দিন বিনা মূল্যে আসে না; তার পেছনে থাকে অসংখ্য বীর মানুষের রক্ত ও আত্মদান।