অবশেষে ঢাকায় হচ্ছে এসিসির সভা, যোগ দিচ্ছে ভারত

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৫, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মিটিং। শুরুতে শোনা যায়, ঢাকায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে না ভারত। পরে গুঞ্জন ওঠে, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও সরে দাঁড়াতে পারে। ফলে জমজমাট আলোচনার মাঝেই প্রশ্ন জাগে—আসলে কী হচ্ছে এসিসি সভা ঘিরে? তবে সভা শুরুর ঠিক আগের দিন বদলে গেল দৃশ্যপট—তবে সভা শুরুর একদিন আগে জানা গেল সভায় যোগ দিচ্ছে ভারত।

সপ্তাহজুড়ে ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মিটিং। শুরুতে শোনা যায়, ঢাকায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে না ভারত। পরে গুঞ্জন ওঠে, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও সরে দাঁড়াতে পারে। ফলে জমজমাট আলোচনার মাঝেই প্রশ্ন জাগে—আসলে কী হচ্ছে এসিসি সভা ঘিরে? তবে সভা শুরুর ঠিক আগের দিন বদলে গেল দৃশ্যপট—তবে সভা শুরুর একদিন আগে জানা গেল সভায় যোগ দিচ্ছে ভারত।

বুধবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘ভারত যোগ দিচ্ছে সভায় তবে অনলাইনে। এ ছাড়া আফগানিস্তান রাতে আসবে। শ্রীলঙ্কা, নেপালও অনলাইনে যোগ দেবে। ফ্লাইট জটিলতার কারণে সরাসরি আসতে পারছে না তারা।’

পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এসিসির এজিএম ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকিও দিয়েছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত তারা যোগ দিচ্ছে সভায়।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এসিসির এই সভায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়