পঞ্চগড়ে সীমান্তে অবৈধভাবে পুশইন করছে বিএসএফ, নারী-শিশুসহ ২১জন আটক

পঞ্চগড় প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৪, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

দেশের অন্যান্য সীমান্তের মতো পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে পুশইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এক সপ্তাহের মধ্যে ৩২ জন নারী-পুরুষকে রাতের অন্ধকারে পুশইন করেছে বিএসএফ।

এদের মধ্যে বৃহস্পতিবার (২২ মে) ভোরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, শিশুসহ ২১ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে জয়ধরভাঙা বিজিবি ক্যাম্পের সদসরা তাদের আটক করে। গত ১৬ মে দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।  সীমান্তে বিজিবি তৎপর থাকায় অবৈধভাবে ঠেলে পাঠানো মানুষদের আটক করেছে।

এ ঘটনায় দুপুরে বিজিবি জেলার সদর থানায় আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে ও মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটকদের মধ্যে ৬জন নারী, দুইজন পুরুষ ও ১৩ জন শিশু। তারা বাংলাদেশি নাগরিক। অবৈধ পথে গিয়ে দীর্ঘদিন ভারতে কাজ করে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাটের বিভিন্ন এলাকা থেকে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। ২১ মে রাতে তাদের ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে হস্তান্তর করলে রাতেই টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি খবর পেয়ে তাদেরকে আটক করে।  

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সংবাদমাধ্যমকে বলেন, বড়বাড়ি সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের টহলদল তাদের আটক করে। পরে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়