হাওরে বাঁধ সংশোধনের পরিকল্পনা দ্রুত জানানো হবে: সৈয়দা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪২, মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাওরে বাঁধ সংশোধনের পরিকল্পনা দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, যাদের কাজের প্রয়োজন তারাই যেন কাজগুলো পায় সে ব্যবস্থা নেয়া হবে।

হাওরে বাঁধ সংশোধনের পরিকল্পনা দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, যাদের কাজের প্রয়োজন তারাই যেন কাজগুলো পায় সে ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার উদ্যোগে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওর এলাকার ভাসমান হাসপাতালের ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা চলছে। টাঙ্গুয়ার হাওরের জন্য সুরক্ষা নির্দেশনা বাস্তবায়ন হবে ও পাঁচটি হাওরে হাওর প্ল্যান্টেশনের ব্যবস্থা করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়