টেকনাফে দেশীয় তৈরি বন্দুক সহ চিহ্নিত ৫ অপহারণকারী আটক।

আলমগীর আকাশ টেকনাফ,কক্সবাজার। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৮, রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শনিবার (১৯ জুলাই) এজাহারনামীয় ও অজ্ঞাতনামা কিছু আসামী টেকনাফ থেকে চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ লামার বাজার মেরিন ড্রাইভ রাস্তার উপর পুলিশ চেকপোস্টের অনুমান ৫০০ মিটার দূরে সৈকত কাউন্টারের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

শনিবার (১৯ জুলাই) এজাহারনামীয় ও অজ্ঞাতনামা কিছু আসামী টেকনাফ থেকে চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ লামার বাজার মেরিন ড্রাইভ রাস্তার উপর পুলিশ চেকপোস্টের অনুমান ৫০০ মিটার দূরে সৈকত কাউন্টারের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-
১। আব্বাস উদ্দিন (৪২), পিতা-নুরুল কবির, মাতা-মৃত সাকেরা বেগম, ২। সাকিবুল ইসলাম (২২), পিতা-আব্দুল হাকিম ভুট্টো, মাতা-নুরুল নাহার বেগম, ৩। ফরহাদ মিয়া (১৯), পিতা-সফি আলম, মাতা-করিমুন্নেছা, সর্ব সাং-আব্দুল হাকিম পাড়া, ০৮নং ওয়ার্ড, কোনাখালী ইউপি, ৪। মোঃ রবিউল হোসেন (২৭), পিতা-মৃত ইউনুছ আহাম্মদ, মাতা-লায়লা বেগম, সাং-ডেমুশিয়া, ০২নং ওয়ার্ড, ৫। মোঃ তাওসিফ (১৯), পিতা-সাহাব উদ্দিন, মাতা- বুলবুল আক্তার, সাং-ডেমুশিয়া, ০১নং ওয়ার্ড, সর্ব থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

আসামীদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে অপহরণ কাজে ব্যবহৃত অস্ত্র-গুলি বাহারছড়া ইউপিস্থ উত্তর শীলখালী এলাকায় একটি বসত ঘরের সামনে লুকিয়ে রেখেছে মর্মে স্বীকারোক্তি প্রদান করে। পরে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ ৩নং ওয়ার্ড উত্তর শীলখালী বর্ণিত অপহরণ মামলার ২নং এজাহারনামীয় আসামী জলিলের বাবার বাড়ীর বসত ঘরে অভিযান পরিচালনা করে জলিলের বাবার বাড়ীর বসত ঘরের সামনে ভিটার আঙ্গীনায় ছনের স্তুপের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপ গান, যাহা কাঠের বাটযুক্ত, যাহা কাঠের বাটসহ আড়াআড়িভাবে লম্বায় ১২.৪ ইঞ্চি, ট্রিগার ও হ্যামার সংযুক্ত, খ) ০৩ (তিন) টি শটগানের কার্তুজ, উদ্ধার করা হয়।

অপহরণ মামলার ঘটনার সাথে আসামীরা জড়িত ছিলো মর্মে সনাক্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়