‘সালমানের চুল কাটতে কানের অংশ কেটে ফেলেছিলাম’

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৩, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

‘সালমানের চুল কাটতে গিয়ে কানের অংশ কেটে ফেলেছিলাম’

‘সালমানের চুল কাটতে গিয়ে কানের অংশ কেটে ফেলেছিলাম’

সালমান খানের সঙ্গে বলিউড সফর শুরু করেছিলেন কেশসজ্জা-শিল্পী। শুধু তারকা নয়, ভাইজানকে অন্য ভাবে চিনেছেন তিনি। বলিউডের প্রথম সারির বহু তারকার সঙ্গে কাজ করেছেন দর্শন। নারী কীসে আটকায়— জানা না গেলেও পুরুষ আটকায় নরসুন্দরে। পছন্দের কেশসজ্জাশিল্পী ছাড়া সেলুনে পা রাখে না তারা। 

বলিউড ভাইজান সালমান খানও এর বাইরে না। নিজেকে ছেঁটেছুটে পরিপাটি করতে সঁপে দেন কেশসজ্জা-শিল্পী দর্শন ইয়েওয়ালেকরের হাতে। তবে একবার ঘটেছিল অঘটন। দর্শন কান কেটে ফেলেছিলেন সালমানের। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান দর্শন। একবার চুল কাটতে গিয়ে আপনি নাকি সালমানের কানের একটি অংশ কেটে ফেলেছিলেন! রেগে যাননি উনি? এরকম প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তখন ট্রিমারগুলো তেমন উন্নত মানের ছিল না। সামান্য খোঁচা লেগেছিল। তবে খোঁচা লেগে যাওয়ার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু সালমান খুব স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আর আমি তো ভয়ে তখন দরদর করে ঘামছিলাম! সেই দিনই বুঝেছিলাম, সালমান কতটা ভদ্র ও ধৈর্যশীল।’

তার কারসাজিতে-ই ‘যুবরাজ’ সিনেমায় লুক বদলে যায় সালমানের। দর্শনের কথায়, ‘ওর চুলে সোনালি রঙের হাইলাইট করেছিলাম। টানা তিন ঘণ্টা বসেছিলেন ধৈর্য ধরে। কোনো কথা বলেননি। এতে আমারও আত্মবিশ্বাস বেড়েছিল। পরে আমাকে বাড়িতে ডেকে প্রশংসা করেছিলেন। বড় মাপের তারকাই শুধু নন, সালমান যে কোনো মানুষের আত্মবিশ্বাস সহজে বাড়িয়ে দিতে পারেন।’

সালমানের হাত ধরেই বলিউডে নাম লিখিয়েছেন দর্শন। বি-টাউনের অনেক তারকা-ই তার ওপর আস্থা রাখেন। রণবীর সিংয়ের ভিন্ন ভিন্ন লুক তার-ই অবদান। সুযোগ পেলে সাইফ আলী খানের চুলেও পরীক্ষা চালাতে চান এ কেশসজ্জাশিল্পী। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়