ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩১, রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে দক্ষিণ আফ্রিকা। কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পায় প্রোটিয়ারা।

বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জয় করেছে দক্ষিণ আফ্রিকা। কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পায় প্রোটিয়ারা।

১৯৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে, মাত্র ১৬.৫ ওভারে সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স ৬০ বলে ১২০ রানের অবিচ্ছিন্ন ইনিংস খেলেন, যাতে ছিল ১২টি চার ও ৭টি ছক্কা। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের কোনো জবাব ছিল না পাকিস্তানি বোলারদের কাছে।

তার সঙ্গে অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেপি ডুমিনি। ২৮ বলে ৫০ রান করেন ডুমিনি। এই দুইজনের জুটিতেই আসে ম্যাচ জয়।

এর আগে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। শারজিল খান ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর উমর আমিন সংগ্রহ করেন ৩৬ রান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়