ইন্দোনেশিয়ায় বিক্ষোভের মুখে থমকে গেল প্রেসিডেন্টের চীন সফর

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩০, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্বনির্ধারিত চীন সফর বাতিল করেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্বনির্ধারিত চীন সফর বাতিল করেছেন।

বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়া এবং একাধিক আঞ্চলিক সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর প্রেসিডেন্ট সিদ্ধান্তটি নেন।

আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট প্রাবোওর। কিন্তু দেশের চলমান অস্থির পরিস্থিতির কারণে সফরটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

গতকাল শনিবার এক ভিডিও বার্তায় প্রেসিডেন্টের মুখপাত্র প্রাসেত্যো হাদি বলেন, প্রেসিডেন্ট সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সেরা সমাধান বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই তিনি চীন সফরে যাচ্ছেন না এবং সে দেশের সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, সফর বাতিলের আরেকটি কারণ হলো আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রায় এক বছর আগে দায়িত্ব নেওয়া প্রাবোও সরকারের জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা দিচ্ছে।

বিক্ষোভের সূত্রপাত জাকার্তায় আইনপ্রণেতাদের বেতন বৃদ্ধির প্রতিবাদ থেকে। এরপর একটি পুলিশ গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।

শনিবার স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা তিনটি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে আগুন দিয়েছে। এর মধ্যে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে সংঘটিত এক অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

এ দিকে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগে চীনের বাইটড্যান্স মালিকানাধীন টিকটক ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচার সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য বিক্ষোভ উসকে দিতে ভূমিকা রেখেছে। জাকার্তায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিনিধিদের ডেকে কনটেন্ট মডারেশন আরও কঠোর করার নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র: এসসিএমপি

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়