লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান
মুরশিদ আলম মুরাদ , লালমনিরহাট প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
আজ রোববার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে দূর্নীতি দমন কমিশন দুদকের অভিযান পরিচালিত হয়েছে। দুদকের কুড়িগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর এ অভিযানে নেতৃত্ব দেন।
আমাদের লালমনিরহাট প্রতিনিধি আলতাফ হোসাইন সুমন জানান-
দূদকের টিম এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবারের পরিমাণ বাজেটের তুলনায় অনেক কম দেয়। প্রতি পিস মাছের ওজন ৯০ গ্রাম হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে ৩০ থেকে ৫০ গ্রামের মধ্যে। তাছাড়াও ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা, দালালদের দৌরাত্ম, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান,রোগী পরিবহনে ট্রলিতে টাকা গ্রহণ সহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। এ অভিযানের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোকাদ্দেম,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিরা বেগম উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক টিম লিখিত আকারে এসব অভিযোগ দুদক কার্যালয় প্রেরণ করবেন বলে জানান।