চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে আটক ১

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৫, শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ফাইল ফটো

ফাইল ফটো

জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর (মাটি খননের যন্ত্র) ভেঙে অচল করে দেওয়া হয় এবং একই সঙ্গে একটি ডাম্পার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

তিনি বলেন, ‘রাতে অবৈধভাবে পাহাড় কাটছে গোপনে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে মঘাইছড়ি এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করা হয়।

ইউএনও বলেন, ‘তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া পাহাড় কাটার কাজে নিয়োজিত দুটি স্কেভেটর ঘটনাস্থলেই অচল করে দেওয়া হয়। মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পারও জব্দ করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়