মেহেরপুরে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী কারাগারে

মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১১:৩৪, বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করলে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালত ১৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা জামিন না মঞ্জুর করে এ নির্দেশ দেন। আটককৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের কদর আলী, আমঝুপি গ্রামের আবুল লায়েচ, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নর দুই ছেলে সোহেল রানা ও সেলিম রেজা, আজহার হোসেনের ছেলে ও সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন, নাজির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, ইকতার আলীর ছেলে খায়রুল ইসলাম টুটুল, ফকির মোহাম্মদের ছেলে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শরিফ উদ্দিনের ছেলে সাগর, আব্দুল ওহাবের ছেলে শামসুজ্জোহা চমন, ইসলামনগরের আবুল কাশেম, রাজনগরের মুক্তি মিয়া এবং সোহান মণ্ডলের ছেলে ফিরাতুল ইসলাম। 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা ২৭৭ নম্বর মামলায় অভিযুক্ত ওই ১৩ জন প্রায় দুই মাস আগে হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তবে জামিনের মেয়াদ শেষে বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়