সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

এস এম ওয়ালিদুজ্জামান শুভ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৩, রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় শেষে শাহবাগ থানা ঘেরাও করে তারা। 
 

আজ রোববার (১৮ মে) দুপুর ১২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান তারা। এর আগে, গত শুক্রবার প্রায় দেড় ঘণ্টা এ হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সময় বেধে দেন তারা।

ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে রাজনীতির উর্ধ্বে থেকে।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মারুফা বলেন, দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে অবস্থান নিয়েছে তারা। যদিও থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে। সঠিকভাবে তদন্তের কাজ চলছে এবং ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন আসামিকে।

উল্লেখ্য: ১৩ মে গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালীমন্দিরের সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য (২৫) নিহত হন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়