গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হলো ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী রোভার মুট গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী রোভার মুট গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ০৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
প্রধান অতিথি মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন সুন্দর হয়। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন সমাজ সেবামূলক কাজে রোভার স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৯তম রোভার মুটের মুট চীফ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে গ্র্যান্ড ক্যাম্প ফায়ারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডিআরসি (প্রোগ্রাম) প্রফেসর নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক আবুল খায়ের সরকার, ডেপুটি মুট চীফ (প্রশাসন) প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ডেপুটি মুট চীফ (সার্বিক) মোহাম্মদ খালেদুর রহমান।
চবি উপ- উপাচার্য ( একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, রোভার স্কাউট শুধু একটি সংগঠন নয়, এটি একটি পাঠশালা। এ পাঠশালার মাধ্যমে রোভার স্কাউটরা প্রকৃত শিক্ষা অর্জন করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপ- উপাচার্য ( প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ রকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজক ভেন্যু হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত। স্কাউটিংয়ের মাধ্যমে রোভার স্কাউটরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক এবং ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুটের মুট সচিব এ.জেড.এম বোরহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আল আমিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মনির উদ্দীন, প্রফেসর ড. জ্ঞানরত্ন, চীফ মেডিকেল অফিসার ডাঃ আবু তৈয়ব, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল, বিশিষ্ট মানবাধিকার সংগঠক এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, ডেপুটি মুট চীফ (আবাসন ) মুহাম্মদ রুহুল আমীন খান,
ডেপুটি মুট চীফ (খাদ্য ব্যবস্থাপনা) অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, ডেপুটি মুট চীফ (গার্ল ইন) রাশেদা আকতার,
ডেপুটি মুট চীফ (প্রোগ্রাম) এস এম হাবিব উল্লাহ হিরু, ডেপুটি মুট চীফ (প্রচার প্রকাশনা) ফারুক আহাম্মদ, ডেপুটি মুট চীফ (নিরাপত্তা)এস এম আফজর রহমান, চীফ কো-অর্ডিনেটর ওমর ফারুক, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ, ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, প্রফেসর মোঃ আবুল হাসেম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ নঈম উদ্দীন তিবরিজী, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ নাজিম উদ্দীন, সহকারী কমিশনার আব্দুল হান্নান সিকদার, জামাল উদ্দীন হায়দার, বিইউ এমরান চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম, জেবুন্নাহার বেগম,
জেলা রোভারের যুগ্ম সম্পাদক আবু সালেহ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং চট্টগ্রামের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, জেলা রোভারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৯ তম রোভার মুটে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং মুক্ত দলের ৭০টি ইউনিট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ ৮৫০ জন উক্ত রোভার মুটে অংশগ্রহণ করেন।
পাঁচ দিনব্যাপী উক্ত রোভার মুটে রোভার স্কাউটরা সানরাইজ স্ট্রাইডস, ক্যাম্প ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস অ্যান্ড ভিশন, এ্যাক্সপ্লোরারস ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজস্ট্রার এন্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্লেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্য চিত্রে গণঅভ্যুত্থান, ইনোভেটরস অ্যারিনা, স্ট্রং স্টেপস, হিউম্যানিটি মার্চ সহ বিভিন্ন টার্গেটে অংশগ্রহণ করেন।