গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে: সুনামগঞ্জে রাজপথে কলম সৈনিকরা"

প্রীতম দাস, সুনামগঞ্জ :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৩, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা-অগ্নিসংযোগ, বরেণ্য সাংবাদিক নূরুল কবিরকে  হেনস্তা এবং দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সুনামগঞ্জের সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো অপশক্তিই টিকে থাকতে পারবে না।"

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা-অগ্নিসংযোগ, বরেণ্য সাংবাদিক নূরুল কবিরকে  হেনস্তা এবং দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সুনামগঞ্জের সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো অপশক্তিই টিকে থাকতে পারবে না।"

​সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক সুনামগঞ্জের খবর’-এর সম্পাদক পঙ্কজ দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার এ আর জুয়েল।

​মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক এসব ঘটনাকে পরিকল্পিত ‘গণমাধ্যম-বিরোধী ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলা এবং নূরুল কবিরের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পাদককে হেনস্তা করা মুক্ত সাংবাদিকতার মূলে কুঠারাঘাত।

​বক্তারা আরও উল্লেখ করেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দেশের শিল্প-সংস্কৃতির ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা চলছে, যা কোনো সভ্য সমাজে কাম্য নয়। অবিলম্বে এসব ঘটনার নেপথ্যে থাকা কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

​প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান,  এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক ও পরিবেশবিদ রাজু আহমেদ সহ প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "সাংবাদিকরা দেশ ও জনগণের পক্ষে কথা বলেন। তাদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। এই ভীতিকর পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জাতি অন্ধকারের দিকে ধাবিত হবে।"

​কর্মসূচিতে সুনামগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আরও কঠিন কর্মসূচি পালন করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়