নওগাঁয় তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
নওগাঁয় বাইপাস সড়কের দুই পাশে থাকা ৭৫০টি তালগাছের পাতা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুতের সরবরাহ লাইনের সুরক্ষা দিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এই কাজ করেছে। তবে পরিবেশকর্মীরা বলছেন, সরকার বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছ রোপণের উদ্যোগ নিচ্ছে, সেখানে এভাবে পাতা কেটে গাছগুলো ন্যাড়া করা ঠিক হয়নি।
নওগাঁয় বাইপাস সড়কের দুই পাশে থাকা ৭৫০টি তালগাছের পাতা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুতের সরবরাহ লাইনের সুরক্ষা দিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এই কাজ করেছে। তবে পরিবেশকর্মীরা বলছেন, সরকার বজ্রপাত থেকে সুরক্ষায় তালগাছ রোপণের উদ্যোগ নিচ্ছে, সেখানে এভাবে পাতা কেটে গাছগুলো ন্যাড়া করা ঠিক হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, এই গাছগুলো ২০-৩০ বছর আগে রোপণ করা হয়েছিল। এগুলোর কারণে সড়কটিও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। কিন্তু এখন পাতা ছেঁটে ফেলায় কিছু গাছ মারা যেতে পারে। এর আগেও সড়ক সংস্কারের নামে নির্বিচারে গাছ কাটা হয়েছিল।
নেসকোর উপবিভাগীয় প্রকৌশলী মো. কালাম বলেন, "বৈদুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়া।"
স্থানীয় পরিবেশকর্মী নাইস পারভীন বলেন, "নওগাঁয় প্রতিবছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। বজ্রপাতের ক্ষতি এড়াতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার যেখানে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে, সেখানে এগুলো ন্যাড়া করে দেওয়া পরিবেশবিধ্বংসী আচরণ।