শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর মৃত্যুর পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। বুধবার(২৪ ডিসেম্বর) দুপুরে বালু দক্ষিণ পাড়া স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি  রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওসমান হাদীর রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের ধৈর্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর মৃত্যুর পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। বুধবার(২৪ ডিসেম্বর) দুপুরে বালু দক্ষিণ পাড়া স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি  রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওসমান হাদীর রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের ধৈর্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ওসমান হাদীর ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁকে "জুলাই বিপ্লবের বীর" হিসেবে অভিহিত করেন। একইসাথে তাঁর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকেও গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) দেশজুড়ে সব মসজিদে ওসমান হাদীর মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছিল। শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়কারী ইউসুফ হোসেন,১ম যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম রাতুল,সদস্য সমন্বয়কারী মোঃ সারওয়ার হোসেন,সদস্য সমন্বয়কারী মোঃ আলী আকবর হিরা,গোলাপ জান,জান্নাতি প্রমুখ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়