তরুণ প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ: তারেক রহমান
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণ প্রজন্মই আগামীর দেশ গড়ে তুলবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণ প্রজন্মই আগামীর দেশ গড়ে তুলবে।
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি লন্ডন থেকে একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী তাকে সংবর্ধনা দিতে রাজধানীতে জড়ো হন। দেশে পৌঁছে বিমান থেকে নেমে গণসংবর্ধনা স্থলে আসার পথে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
এ দিন বেলা ৩টা ৫১ মিনিটে মঞ্চে উঠে বেলা ৩টা ৫৭ মিনিটে ‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি। মঞ্চে উঠেও নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।
এ সময় স্বদেশ প্রত্যাবর্তনের সংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদিসহ ২০২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে বীর যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান ‘মার্টিন লূথার কিং জুনিয়রের 'অ্যাই হ্যাভ এ্যা ড্রিম' এ কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়ে বলতে চাই, আই হ্যাভ এ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব দ্যা কান্ট্রি।’
তিনি আরও বলেন, আধিপত্যবাদীদের চক্রান্ত চলছে। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখ থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই।