খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার আহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সিল করার পাশাপাশি ব্যাপক চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার আহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সিল করার পাশাপাশি ব্যাপক চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) পৌনে ১২ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং খুলনার বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। আহত মোতালেব সিকদার সোনাডাংগা থানার শেখ পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আটক ও সীমান্ত অতিক্রম রোধের লক্ষ্যে যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, যশোর রিজিয়নের অধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে অতিরিক্ত ৮৭টি টহল দল মোতায়েন করে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষ প্রচার-প্রচারণা চালিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অপরাধীদের আটক ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।