জেবুর অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে যা জানা গেল

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৪৭, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে এক ভিন্নধর্মী আলোচনার জন্ম দিয়েছে তার পরিবারের আদরের পোষা বিড়াল ‘জেবু’। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে এই সাইবেরিয়ান বিড়ালটিও আজ ঢাকায় পৌঁছেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে এক ভিন্নধর্মী আলোচনার জন্ম দিয়েছে তার পরিবারের আদরের পোষা বিড়াল ‘জেবু’। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে এই সাইবেরিয়ান বিড়ালটিও আজ ঢাকায় পৌঁছেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ।

হালকা মেজাজ এবং কৌতুকপূর্ণ (স্যাটায়ার) ধাঁচে সাজানো এই পেজটি ইতোমধ্যেই নেটিজেন ও বিড়ালপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিএনপির কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটির নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছেন। মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় এই পোষ্যটি এখন রাজনৈতিক গণ্ডি ছাপিয়ে সাধারণ মানুষের কৌতূহলের বিষয়ে পরিণত হয়েছে।

জেবুর নামে খোলা ফেসবুক পেজটিতে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই বিড়ালপ্রেমী ও তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে।

রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’ তারেক রহমানের এই মন্তব্যের পর থেকেই জেবুকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ আরও বাড়ে।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। স্ত্রী ও মেয়েকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়