নদী রক্ষায় সোচ্চার দিরাইয়ের তাড়ল ইউনিয়ন: গঠিত হলো ১৫ সদস্যের কমিটি
সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) ইউনিয়নের এক স্থানীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) ইউনিয়নের এক স্থানীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলের ইকোসিস্টেম আজ হুমকির মুখে। নদী ভরাট ও দখল হওয়ার ফলে অকাল বন্যা ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এই সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং হাওর-নদী রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ ফরিদ মিয়া-কে আহ্বায়ক, আবদাল মিয়া-কে যুগ্ম আহ্বায়ক এবং রেদুয়ান মিয়া-কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট তাড়ল ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে ইউনিয়নের প্রতিটি গ্রামে হাওর ও নদী রক্ষায় জনমত তৈরি এবং অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ গ্রহণ করেন। কমিটির অন্য সদস্যরাও স্থানীয় পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত আহ্বায়ক মোঃ ফরিদ মিয়া বলেন, "হাওর ও নদী আমাদের এই জনপদের প্রাণ। এই সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তাড়ল ইউনিয়নের প্রতিটি মানুষকে সাথে নিয়ে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাবো।"
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির হাত ধরে তাড়ল ইউনিয়নে পরিবেশবাদী আন্দোলন আরও বেগবান হবে।