নদী রক্ষায় সোচ্চার দিরাইয়ের তাড়ল ইউনিয়ন: গঠিত হলো ১৫ সদস্যের কমিটি

সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:০১, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) ইউনিয়নের এক স্থানীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

​সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) ইউনিয়নের এক স্থানীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

​সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চলের ইকোসিস্টেম আজ হুমকির মুখে। নদী ভরাট ও দখল হওয়ার ফলে অকাল বন্যা ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এই সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং হাওর-নদী রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

​আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মোঃ ফরিদ মিয়া-কে আহ্বায়ক, আবদাল মিয়া-কে যুগ্ম আহ্বায়ক এবং রেদুয়ান মিয়া-কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট তাড়ল ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে ইউনিয়নের প্রতিটি গ্রামে হাওর ও নদী রক্ষায় জনমত তৈরি এবং অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ গ্রহণ করেন। কমিটির অন্য সদস্যরাও স্থানীয় পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।

​সভাপতির বক্তব্যে নবনির্বাচিত আহ্বায়ক মোঃ ফরিদ মিয়া বলেন, "হাওর ও নদী আমাদের এই জনপদের প্রাণ। এই সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তাড়ল ইউনিয়নের প্রতিটি মানুষকে সাথে নিয়ে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাবো।"

​এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই কমিটির হাত ধরে তাড়ল ইউনিয়নে পরিবেশবাদী আন্দোলন আরও বেগবান হবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়