জগন্নাথপুর পৌর ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১৪, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অদ্য ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অদ্য ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

​সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় নদ-নদী ও হাওরের নাব্যতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। জগন্নাথপুর অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদকে বাঁচাতে অবৈধ দখল ও দূষণ রোধে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

​আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে এইচ এম নুর আলম-কে আহ্বায়ক এবং শিফাত আহমদ-কে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

​কমিটির অন্যান্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক: লিপছন আহমদ, জাবেদ আহমদ ও রায়হান আহমদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— ফয়সল, রুহুল আপন, আসিক আলী, শাহরিয়ার খালেদ, রনি, হাবিব, সেজুল মিয়া, কামরান, সাইফুর ও রইছ উদ্দীনসহ মোট ১৫ জন সদস্য।

​নবনির্বাচিত আহ্বায়ক এইচ এম নুর আলম বলেন, "আমরা নদী ও হাওর পাড়ের মানুষের অধিকার এবং পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ে কাজ করে যাব। শীঘ্রই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করে আমরা আমাদের কার্যক্রম আরও বেগবান করব।"

​উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়