জগন্নাথপুর পৌর ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অদ্য ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অদ্য ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় নদ-নদী ও হাওরের নাব্যতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। জগন্নাথপুর অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদকে বাঁচাতে অবৈধ দখল ও দূষণ রোধে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে এইচ এম নুর আলম-কে আহ্বায়ক এবং শিফাত আহমদ-কে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক: লিপছন আহমদ, জাবেদ আহমদ ও রায়হান আহমদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— ফয়সল, রুহুল আপন, আসিক আলী, শাহরিয়ার খালেদ, রনি, হাবিব, সেজুল মিয়া, কামরান, সাইফুর ও রইছ উদ্দীনসহ মোট ১৫ জন সদস্য।
নবনির্বাচিত আহ্বায়ক এইচ এম নুর আলম বলেন, "আমরা নদী ও হাওর পাড়ের মানুষের অধিকার এবং পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ে কাজ করে যাব। শীঘ্রই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করে আমরা আমাদের কার্যক্রম আরও বেগবান করব।"
উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশকর্মীগণ উপস্থিত ছিলেন।