উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের তথ্য আমার জানা নেই: মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৫, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নাই।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য আমার জানা নাই।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, সকাল থেকেই এই নিয়ে আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সচিব।  

এদিকে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে বিকেল চারটায় মন্ত্রিপরিষদ বিভাগে। বৈঠকে সভাপতিত্ব করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়