ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪০, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ‘শহীদি শপথ’ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত কর্মসূচিতে তারা এই শপথ গ্রহণ করেন।

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ‘শহীদি শপথ’ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত কর্মসূচিতে তারা এই শপথ গ্রহণ করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত ওসমান হাদির আদর্শে রাজপথে লড়াই চালিয়ে যাবেন তারা এবং কোনোভাবেই পিছু হটবেন না।

শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়