২০২৬ সালের এসএসসি ও সমমনা পরীক্ষা পেছাতে পারে ২-৩ মাস
হোসেন আলী আকাশ (ঢাকা জেলা প্রতিনিধি) || বিএমএফ টেলিভিশন
২০২৬ সালের এসএসসি ও সমমনা পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। রুটিনসহ সবকিছু এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানা যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে।
২০২৬ সালের এসএসসি ও সমমনা পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে। আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। রুটিনসহ সবকিছু এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানা যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, বোর্ড মিটিংয়ে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে।
স্বাভাবিক সময়ে এসএসসি ও সমমনা পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হয়। তবে নির্বাচনের কারণে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, যার ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।
সম্ভাব্য শুরু সময় এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে হতে পারে।