শাল্লায় সীমানা বিরোধে গাছ কেটে সাবাড় ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৮, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গাছ কেটে লুটপাট, চলাচলের রাস্তা বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার ০১নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ মহিবুর রহমান বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গাছ কেটে লুটপাট, চলাচলের রাস্তা বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার ০১নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ মহিবুর রহমান বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের মোঃ মিজাজ আলীর ছেলে ও ঢাকা প্রবাসী মোঃ মহিবুর রহমানের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের রূপ মিয়া, আব্দুর রফিক, আব্দুল হক ও ফেরদৌস মিয়াসহ কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১ ডিসেম্বর বিকেল অনুমান ৫টার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহিবুর রহমানের বসতবাড়িতে চড়াও হয়।

​বাদী মহিবুর রহমান অভিযোগে উল্লেখ করেন, ঘটনার সময় বিবাদীগণ তার বৃদ্ধ পিতা ও ভাবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির দুটি মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এসময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীগণ তাদের মারধর করতে উদ্যত হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ববি দাস ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন।

​ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় তারা বাড়ির চলাচলের একমাত্র ঘাট (রাস্তা) বন্ধ করে সেখানে গৃহ নির্মাণ শুরু করেছে। এছাড়া বাড়ির প্রবেশমুখে কয়েক হাজার ইট স্তূপ করে রেখে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

​এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ববি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিবাদীগণ আইন অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ ও গাছ কাটার মতো ঘটনা ঘটিয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদী পক্ষ কর্ণপাত করছে না।

​শাল্লা থানার অফিসার ইনচার্জ রকিব উজ্জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​নিরাপত্তার স্বার্থে মহিবুর রহমান ও তার পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়