চট্টগ্রামে ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠিত: অর্থনৈতিক সমৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর।

আহমেদ রেজা হায়াত খান ভ্রম্যমান প্রতিবেদক, চট্টগ্রাম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৬, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আজ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বাণিজ্য সংলাপ ২০২৫’। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই) এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক মহলের যৌথ উদ্যোগে নগরীর রেডিসন বুলু মেজবান হলে এই সংলাপের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী
 

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আজ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বাণিজ্য সংলাপ ২০২৫’। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআই) এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক মহলের যৌথ উদ্যোগে নগরীর রেডিসন বুলু মেজবান হলে এই সংলাপের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী

সংলাপে মূল আলোচনার বিষয়বস্তু উপস্থিত বক্তারা চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব, বন্দরের আধুনিকায়ন এবং ভবিষ্যৎ শিল্পায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল পয়েন্টগুলো ছিল:

* বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর: প্রকল্পের কাজ দ্রুত শেষ করে বন্দরের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ।

* বিনিয়োগ বান্ধব পরিবেশ: বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করার দাবি।

* অবকাঠামো উন্নয়ন: শিল্পাঞ্চলগুলোতে গ্যাস, বিদ্যুৎ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার আহ্বান।

* ব্লু-ইকোনমি: সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে নতুন নতুন রফতানি খাত তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা।

বিশিষ্টজনের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, "চট্টগ্রাম হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড। চট্টগ্রামের ব্যবসায়িক পরিবেশ উন্নত হলে তার ইতিবাচক প্রভাব পুরো দেশের ওপর পড়বে। সরকার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলসহ চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।"
প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন, "ব্যবসায়িক ব্যয় (Cost of doing business) কমানো এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। লজিস্টিক সাপোর্ট এবং যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন।"

উপস্থিত ছিলেন যারা
উক্ত সংলাপে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, আমদানিকারক ও রফতানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, অর্থনীতিবিদ এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে একটি সুপারিশমালা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরো উপস্থিত ছিলেন। বান্দরবান ও রাঙ্গামাটি চেম্বার সভাপতি, জুনিয়র চেম্বার সভাপতি, খাতুনগন্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম,
তানভীর আহমেদ পেসিফিক জিন্সের মালিক,
জনাব সেলিম রহমান বিজিএমইএ পরিচালক, জনাব
আব্দুস সালাম এশিয়ান গ্রুপের পরিচালক, প্রমুখ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়