যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৫৭, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম। যদি আমাদের ওইরকম খবর থাকতো ধরেই ফেলতাম। কোথায় আছে? দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। কিন্তু আমরা সঠিক স্থান জানলে ধরে ফেলতাম।

জাহাঙ্গীর আলম বলেন, হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা হয়েছে।

এদিকে নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়