মেহেরপুরে বিএনপির আরও দুই নেতার মনোনয়নপত্র উত্তোলন
মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরও দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরও দুই নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (আজ) দুপুরে মেহেরপুর-১ আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন।
অন্যদিকে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন পেশাজীবী সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।