বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শ্রমিক দলের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪২, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও গার্মেন্টস শ্রমিক দলের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও গার্মেন্টস শ্রমিক দলের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর বিশেষ সরকারি প্রতিনিধি এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান সুমন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুর ইসলাম খান নাসিম এবং শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সর্বকালের সেরা সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে আগামীকাল সকাল ১০টায় ঢাকাস্থ পান্থপথ পানিভবনে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক দলের সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়