জামালপুরে প্রত্যয় ভাটারা লিজেন ক্রিকেট লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: সিফাত সরিষাবাড়ি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪৯, বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র


জামালপুরের সরিষাবাড়িতে প্রত্যয় ভাটারা লিজেন্ড ক্রিকেট লীগ-২০২৫, সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে হান্টার ওয়ারিয়র্স বনাম ফ্লাইং ফ্যালকন ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১০জুন) দুপুর ৩ ঘটিকায় প্রত্যয় সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত ভাটরা স্কুল এ্যান্ড কলেজ মাঠে 'প্রত্যয় ভাটারা লিজেন্ড ক্রিকেট লীগ-২০২৫ এর ফাইনাল খেলার ১ আসরের আয়োজন করেন।

এ সময় প্রত্যয় সামাজিক সংগঠনের আহব্বায়ক মো:রুকনুজ্জামান রুকনের সভাপতিত্বে ভাটারা স্কুল এ্যান্ড কলেজ এর সাবেক সহকারী শিক্ষক ও পরিচালনা পর্ষদ এর সাবেক সভাপতি এ.এম.বি রেজা ভানু প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন।

পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন ফ্লাইং ফ্যালকন এবং রানার্সআপ দল হান্টার ওয়ারিয়র্সের হাতে ট্রফি পুরষ্কার তুলে দেয়া হয়।


ভাটারা স্কুল এ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফরহান খান সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাটারা স্কুল এ্যান্ড কলেজ এর সাবেক শিক্ষক এ.এম.বি রেজা ভানু,রফিকুল ইসলাম খান, আব্দুস সালাম, অধ্যক্ষ আবু হাসান,প্রভাষক মোখলেছুর রহমান, রুপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান চাঁন, জনপ্রিয় কন্টেন ক্রিয়েটর কামরুল হাসান শাহীদিন,সংগঠনের উপদেষ্টা আলী কাওছার বাবু প্রমুখ। এ সময় ভাটারা স্কুল এ্যান্ড কলেজের সাবেক ও বর্তমাম শিক্ষক, শিক্ষার্থী,প্রত্যয় সামাজিক সংগঠনের সদস্য ও উপদেষ্টা মন্ডলী,এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা কমিটির সমন্বয়ক ও সংগঠনের আহব্বায়ক রুকনুজ্জামান রুকন বলেন, দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি, অতিথি ও আয়োজক কমিটির সার্বিক সহযোগিতা পেলে চেষ্টা করবো প্রতি বছর ক্রিকেট খেলার ফাঁকে কিছু বিনোদনমূলক ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়