শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম রেদুয়ান : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১৭, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার ও নতুন স্কিম গ্রহণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার ও নতুন স্কিম গ্রহণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে জয়কলস ইউনিয়নের আস্তমা বাঁধ এলাকায় কৃষক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহন মিয়া।

গণশুনানিতে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ওসি মো. অলি ওল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান ও জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন ও গোলাম রব্বানী, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা সিরাজ মিয়া, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রনজিৎ সূত্রধরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, থানা প্রশাসনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণশুনানিতে কৃষকরা বাঁধের নকশা, নির্মাণমান, সময়মতো কাজ সম্পন্ন ও হাওর রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকদের মতামত বিবেচনায় নিয়ে স্বচ্ছতার সাথে স্কিম বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়