শতবর্ষের গৌরবে ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায়।

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০০, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শত বছরের শিক্ষা, ঐতিহ্য ও অর্জনের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি খ্যাতিমান শিল্পপতি আইয়ুব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থীরা।

দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে স্মৃতিচারণ, শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলন এবং প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণমূলক বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শত বছরের গৌরবময় পথচলার ইতিহাস তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই বিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়-এটি এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খান রিতা বলেন, “ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় যুগ যুগ ধরে আলোকিত মানুষ গড়ে জাতি ও রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। এই ঐতিহ্য ধরে রাখতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে সিআইপি আইয়ুব খান বলেন, “শতবর্ষ পূর্তি শুধু অতীতের গৌরব উদযাপন নয়, ভবিষ্যতের জন্য দায়িত্ব গ্রহণেরও একটি অঙ্গীকার। 
এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে-এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয় এবং শতবর্ষ স্মরণিকাসহ বিভিন্ন স্মারক প্রকাশ করা হয়। উৎসবের সফল আয়োজনে সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও সাবেক শিক্ষার্থীরা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়