বাঘা থানার নতুন ওসি সেরাজুল হককে ইউএনও শাম্মী আক্তারের ফুলেল শুভেচ্ছা

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:২৫, মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সেরাজুল হক। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে যোগদানের প্রথম দিনেই বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার নিজ দপ্তরে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান, যা নতুন ওসির প্রতি প্রশাসনের আন্তরিকতার একটি উজ্জ্বল নিদর্শন।

রাজশাহীর বাঘা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সেরাজুল হক। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে যোগদানের প্রথম দিনেই বাঘা উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তার নিজ দপ্তরে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান, যা নতুন ওসির প্রতি প্রশাসনের আন্তরিকতার একটি উজ্জ্বল নিদর্শন।

সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান মোঃ সেরাজুল হক ৩২তম আউটসাইড ক্যাডেট হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৮ সালে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পাবনা জেলা পুলিশে কর্মজীবন শুরু করে বগুড়ার গাবতলী মডেল থানা, পাবনা, নওগাঁ ও গাইবান্ধার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন সুনাম ও দক্ষতার সঙ্গে।

রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে বাঘা থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি সেরাজুল হক বলেন,
“বাঘাকে আইনশৃঙ্খলার দিক থেকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে চাই। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় নিবেদিত থাকবে। এই কাজে জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি বাঘা উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন—

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আসাদুজ্জামান (আসাদ),
কৃষি কর্মকর্তা, বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মণ্ডল,
এসআই নাসির উদ্দিন তুহিন, আবুল কালাম, এনামুল, এবং থানার সকল অফিসার–স্টাফ।
বাঘার আইনশৃঙ্খলা উন্নয়ন ও সেবামুখী পুলিশিংয়ের নতুন প্রত্যাশায় শুরু হলো ওসি সেরাজুল হকের দায়িত্বযাত্রা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়