সাতক্ষীরায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা: ঘটনাস্থলেই চালকের মৃত্যু, আহত কয়েকজন
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা: || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে ঢাকাগামী একটি পরিবহন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পরিবহনের পেছন থেকে একটি টলি হঠাৎ করে রাস্তায় উঠে পড়লে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি বাস সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি সরাসরি সামনে থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি দু’ভাগ হয়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়, এতে বাসযাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত জানান, বাস, ইজিবাইক সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন। একজন নিহত হওয়ার খবর পেয়েছি।
মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।