তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১০, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। এতে করে এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রাও এটি। শীতের তীব্রতায় হাড় কাঁপছে উত্তরের প্রান্তিক জনপদের মানুষ। শীত দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে। এতে করে এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রাও এটি। শীতের তীব্রতায় হাড় কাঁপছে উত্তরের প্রান্তিক জনপদের মানুষ। শীত দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে দশমিক৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচদিন ১০ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছিল তাপমাত্রা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে হালকা কুয়াশার চাদরে ঢাকা জেলার বিভিন্ন এলাকা। কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়ালেও হিমেল হাওয়ার ধারালো ঠান্ডা আর কুয়াশার ঘনত্ব মিলে সৃষ্টি করেছে শীতের তীব্র অনুভূতি। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে কুয়াশার দাপট। নি¤œ আয়ের মানুষগুলো কাজে যেতে কষ্ট হলেও জীবিকার তাগিদে কাজ যেতে দেখা গেছে তাদের। কেউ চা বাগানে, পাথর তুলতে, কৃষি কিংবা দিন মজুরি কাজে যেতে দেখা যায়।

স্থানীয়রা বলছেন, এক সপ্তাহ ধরেই বেশি ঠান্ডা মনে হচ্ছে। দিনের বেলায় রোদ থাকায় শীত বুঝা না গেলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভব হচ্ছে। কাজে যেতে কষ্ট হলেও জীবিকার কারণে কাজ করতে হচ্ছে। ঠান্ডার কারণে সর্দি-কাশিতে ভুগতে হচ্ছে। শীতের কারণে নি¤œবিত্তদের উপার্জন কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিন যাপন করতে হচ্ছে। দিন মজুরদের যেন একই কথা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ৫দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থানের পর ৮ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রার পারদ। এ তাপমাত্রায় এ অঞ্চলে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে দশমিক৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচদিন ১০ ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছিল তাপমাত্রা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়