নেত্রকোনা ৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন রনি
সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন
নেত্রকোণা-৩ (কেন্দুয়া - আটপাড়া) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনয়ন পেয়েছেন কেন্দুয়ার সন্তান, গণঅধিকার পরিষদ-জিওপি যুব উইংস বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ.রনি কে রূহি ।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া - আটপাড়া) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনয়ন পেয়েছেন কেন্দুয়ার সন্তান, গণঅধিকার পরিষদ-জিওপি যুব উইংস বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ.রনি কে রূহি ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি তা নিশ্চিত করেন ।
নেত্রকোনা -৩ (কেন্দুয়া - আটপাড়া) আসন থেকে বিএনপি, জামায়াতের পর গণঅধিকার পরিষদের একক নেতা হিসেবে বেশ আলোচনায় আছেন বলেও মনে করেন তাঁর সমর্থক ও স্থানীয় অনেকে ।
আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ.রনি কে রূহির জন্ম কেন্দুয়া পৌরসভা সংলগ্ন কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামে । পিতা মো. গফুর আহমেদ ও মাতা মোছা: রোমেলা আক্তারের বড্ড আদরের সন্তান তিনি । বিএ অনার্স (সম্মান) শেষ করার পর গণ মানুষের কল্যাণে একজন অকতোভয় সংবাদকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেন ।
স্রেফ একজন গণমাধ্যম কর্মী থেকে গণমানুষের নেতা হয়ে ওঠা খুব সহজ ছিলো না তাঁর । রূহি বলেন,(২০১৮-২৪) কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ-জিওপি । বিগত স্বৈরাচার সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে গড়ে ওঠা এক সাহসী সৈনিক ভিপি নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার মেধাবী ছাত্রদের নিয়ে গড়ে ওঠা তারুণ্যের দল গণঅধিকার পরিষদ - জিওপি (ট্রাক মার্কা) । তিনি আরো বলেন, 'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার । আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার ।' “আমি সাধারণ মানুষের বিশেষ করে তরুণদের পাশে থেকে সেবা দিতে চাই । জনগণের সুখ-দুঃখে সাথে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি । তাই আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী হয়েছি । সকলের দোয়া ও সমর্থন কামনা করছি ।”