যাদের সঙ্গে জোটের ঘোষণা দিল এনসিপি

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০১, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । নতুন এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। ।

নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । নতুন এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এ জোট ঘোষণা করেন।

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে তিনটি রাজনৈতিক দল মিলে এ জোট করা হয়। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়