মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা"— এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা"— এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোহাম্মদ আবুল হাছানাত তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতির সবচেয়ে বড় বাধা। আমরা মুকসুদপুরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। দুর্নীতি প্রতিরোধ শুধু আইন প্রয়োগে সম্ভব নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, সততার মানসিকতা এবং পরিবার থেকে সৎ জীবনধারার শিক্ষা। আজকের তরুণরাই দুর্নীতিমুক্ত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই প্রতিটি প্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একতাবদ্ধ হয়ে এই দুষ্টাচার নির্মূল করতে হবে।
সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার এসআই রাসেল খান,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন কমিটির সদস্য মেহের মামুন।