মুকসুদপুরে ডাব চুরির সময় চোরের আঘাতে গাছের মালিক নিহত গ্রেফতার -২

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৭, মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরির সময় চোরের আঘাতে গাছের মালিক নিহত হয়েছে । 

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরির সময় চোরের আঘাতে গাছের মালিক নিহত হয়েছে । 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে । নিহত ডাব গাছের মালিক মোফাজ্জেল শিকদার (৬০) ওই গ্রামের মৃতঃ আফসার শিকদারের ছেলে । এই ঘটনায় পুলিশ দুই যুবক ওই গ্রামের আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (২০) ও তারা মিয়ার ছেলে মুন্না মিয়া (২৩) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মোফাজ্জেল শিকদারের বাড়ির ডাব গাছে ডাব চুরি করতে আসে হাসিব ও মুন্নাসহ তিন যুবক । এর মধ্যে এক যুবক গাছে ডাব পাড়তে উঠে ।  এসময় গাছের মালিক মোফাজ্জেল টের পেয়ে ধাওয়া দিয়ে ধরলে চোরেরা ক্ষিপ্ত হয়ে গাছের মালিক মোফাজ্ঝেলকে কিল ঘুষি মেরে আঘাত করে । পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভাংগা উপজেলার স্বাস্থ্য কমপ্লেসক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাড়িঁর এসআই খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়