মুকসুদপুরে প্রসাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:০৪, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী জাফরিন ইসলাম মিমের বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী জাফরিন ইসলাম মিমের বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে, উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জাফরিন ইসলাম মিম উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের ইমান উদ্দিন শেখের মেয়ে।

জানাযায়, পরিবার থেকে বিয়ের সকল প্রস্তুতি সম্পুর্ন করলেও কনে জাফরিন ইসলাম মিমের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ছিল ১৩ বছর ৩ মাস ২৫ দিন।

গোপন সূত্রে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত বিষয়টি জানতে পারেন। তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর, মিমের বাবা ইমান উদ্দিন শেখ ভবিষ্যতে আর এমন কাজে জড়াবেন না—এই মর্মে মুচলেকা নেয়া হয়।
এঘটনায় এলাকার সর্বমহলের ভূয়সী প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত  এ প্রতিবেদককে জানান, “একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের বিষয়টি জানান। যাচাই করতে গিয়ে ঘটনাটি সত্য প্রমাণিত হয়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আমরা সবসময় সজাগ আছি, যেনো কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট না হয়।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়