সরিষাবাড়িতে প্রতিষ্ঠাতা সুপার আঃ লতিফের বিদায় সংবর্ধনা
মোঃ সিফাত,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মহিষাবাদুরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব আ.খ.ম আঃ লতিফ মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনাড়ম্বর ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহিষাবাদুরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব আ.খ.ম আঃ লতিফ মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনাড়ম্বর ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হারুন-অর-রশিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান, নূরুন্নাহার মির্জা কাশেম ডিগ্রি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ মেহেদী হাসান চাঁন এবং ৬নং ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল করিম মুসুল্লী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিষাবাদুরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান।
প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী নূর মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী এনামুল হক (দশম শ্রেণি), সহকারী শিক্ষক আঃ আজিজ এবং ভারপ্রাপ্ত সুপার আঃ হালিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সাবিনা ইয়াসমিন, ডি.জে.এস আইড়িয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেদুল ইসলাম রাসেল, জামালপুর জর্জ কোর্টের সেবেস্তাগার মোঃ জামাল উদ্দিন, রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, জনাব আ.খ.ম আঃ লতিফ মহোদয় দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন তা এ অঞ্চলের মানুষ সারাজীবন স্মরণ রাখবে। তাঁর অবসর জীবন শান্তিময় ও সুস্বাস্থ্যময় হোক—এই কামনা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও বিদায় শুভেচ্ছা জানানো হয়।