মানবতার জীবনযাপন করছেন অসহায় আজদার আলী, বাঁচতে আকুতি

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:০৭, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের এক অসহায় মানুষ আজদার আলী (৫২) বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য শারীরিক যন্ত্রণায় ভুগে চিকিৎসার অভাবে তিনি এখন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। আজদার আলীর পিতা মোঃ রুজদার আলী। পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় তাঁর অসুস্থতা পুরো পরিবারকে ঠেলে দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তার দিকে।

রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের এক অসহায় মানুষ আজদার আলী (৫২) বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য শারীরিক যন্ত্রণায় ভুগে চিকিৎসার অভাবে তিনি এখন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। আজদার আলীর পিতা মোঃ রুজদার আলী। পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় তাঁর অসুস্থতা পুরো পরিবারকে ঠেলে দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তার দিকে।

ভুক্তভোগী আজদার আলী জানান, গত মাসে হঠাৎ ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করেন। এরপর রাজশাহী শহরের বিভিন্ন নামকরা চিকিৎসকের শরণাপন্ন হলেও আশানুরূপ কোনো সুফল পাওয়া যায়নি। বর্তমানে তিনি তীব্র মাজার যন্ত্রণায় দিনরাত কাতরাচ্ছেন। অসহ্য এই যন্ত্রণার কারণে স্বাভাবিক জীবনযাপন তো দূরের কথা, ঠিকমতো ঘুমাতেও পারছেন না।

চিকিৎসকদের ভাষ্যমতে, তাঁর মাজার শিরাগুলো হাড়ের সঙ্গে দেবে গেছে এবং দ্রুত অপারেশন না করালে এ যন্ত্রণা আরও ভয়াবহ আকার ধারণ করবে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন করাতে প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু দিনমজুর এই অসহায় মানুষটির পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব।

আজদার আলীর সংসারে রয়েছে দুইটি কন্যাসন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী-সন্তান নিয়ে তাঁরা মানবেতর দিন কাটাচ্ছেন। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে ইতোমধ্যে ধার-দেনা করে সর্বস্ব হারানোর উপক্রম হয়েছে তাঁর।

এমতাবস্থায় আজদার আলী দেশবাসীসহ সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমি বাঁচতে চাই। আপনাদের সামান্য সহযোগিতা পেলে হয়তো অপারেশন করিয়ে আবার সুস্থ হয়ে পরিবারটাকে বাঁচাতে পারবো। নইলে এই যন্ত্রণার মধ্যেই আমাকে দিন কাটাতে হবে।”

কোনো সহৃদয়বান ব্যক্তি মানবিক সহায়তা করতে চাইলে বিকাশ নম্বর: ০১৭৫৫-৮৪৮৩০২ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অসহায় এই মানুষটির বাঁচার আকুতি যেন সমাজের মানবিক মানুষগুলোর হৃদয়ে নাড়া দেয়—এটাই এখন তাঁর একমাত্র ভরসা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়