গোপালপুরে জমে উঠেছে পশুর হাট
আউলাদ হোসাইন, নিজস্ব সংবাদ || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জমে উঠেছে পশুর হাটগুলো। বেড়েছে গরু, ছাগলসহ কোরবানি পশুর সরবরাহ। বেচাকেনাও বেশ ভালো। পাশাপাশি নবীনগর উপজেলার গোপালপুর গ্রামেও জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছর পশুর দাম কম। অন্যদিকে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দামের কারণে কিছুটা বেশি দামে বিক্রি চেষ্টা করা হচ্ছে কোরবানির পশু।
নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খামারিরা বলেন, কোরবানির জন্য প্রতিদিন প্রায় ১০০-২০০ দেশি গরু হাটে আসে। তার মধ্যে অর্ধেক গরু বিক্রিও হয়ে যায়। যারা হাটে-হাটে ঘুরে পশু কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এমন ক্রেতাই বেশি আসছেন। এবং হাটে ঘুরে পশু পছন্দ হলেই বুকিং দিয়ে রাখছেন।
তবে দূর-দূরান্ত থেকে ব্যাপারিরাও গরু-ছাগল নিয়ে আসে বিক্রি করার জন্য । বর্তমান হাটে যেসব গরু-ছাগল পাওয়া যাচ্ছে তা দেশিয় ও স্থানীয়ভাবে লালনপালন করা।
সরেজমিনে গিয়ে দেখা যায় আগে যেখানে ৮০ হাজার ১ লক্ষ টাকার নিচে গরু কেনা যেতো না সেখানে বর্তমানে ৫০ থেকে ৬০ হাজারের ভিতরে গরু পাওয়া যাচ্ছে। তাতে করে ক্রেতারাও অনেক খুশি। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে হাটে অতিরিক্ত খাজনা আদায় নিয়ে অসন্তুষ্টি রয়েছে।