শান্তিগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

শহিদুল ইসলাম রেদুয়ান || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৬, সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।এবং স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির কর্মসূচি ও মূল্যায়ন শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন।

রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, থানার ওসি (তদন্ত) ইরফান আহমদ, এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজির মো. আবু বকর সিদ্দিক, এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য এ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রাম পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং জনগণের সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রশিক্ষণ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাগত মানোন্নয়নে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়