নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪২, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নড়াইলের সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলনমেলা। শনিবার (১১ অক্টোবর) বিকালে শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি মোঃ নূরুন্নবী সামদানী।

নড়াইলের সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলনমেলা। শনিবার (১১ অক্টোবর) বিকালে শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি মোঃ নূরুন্নবী সামদানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।  নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু সঞ্চালনা এ সময় আরো উপস্থিত ছিল  জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিকুজ্জামান লিটু, প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুনির চৌধুরী, সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ নূরুন্নবী সামদানী, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খাইরুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।

মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়