ব্রক্ষরাজপুর ইউনিয়ন বিএনপিতে আওয়ামীপন্থীদের অনুপ্রবেশের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৩৭, রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের স্থানীয় বিএনপির রাজনীতিতে আওয়ামীপন্থীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচয়ের কিছু ব্যক্তি বিএনপির স্থানীয় নেতৃত্বের ঘনিষ্ঠতার মাধ্যমে সংগঠনে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের স্থানীয় বিএনপির রাজনীতিতে আওয়ামীপন্থীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচয়ের কিছু ব্যক্তি বিএনপির স্থানীয় নেতৃত্বের ঘনিষ্ঠতার মাধ্যমে সংগঠনে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সদর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক শেখ লুৎফর রহমান ও তার অনুসারীরা আওয়ামী লীগের সময় বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বর্তমানে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় নেতাদের দাবি।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হয়। নতুন কমিটি ঘোষণার পর থেকেই শেখ লুৎফর রহমান বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য স্থানীয় কিছু নেতার মাধ্যমে তদবির চালাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি (ঘোষিত ১১ সেপ্টেম্বর ২০২৩)-তে শেখ লুৎফর রহমান যুগ্ম আহবায়ক পদে ছিলেন। অথচ সম্প্রতি তাকে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে বিভিন্ন সভা ও কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে।

তাদের দাবি, টাকার প্রভাব ও রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় পদে অনুপ্রবেশের চেষ্টা চলছে।

বিএনপির স্থানীয় ত্যাগী নেতারা বলেন, আওয়ামী ঘরানার কোনো ব্যক্তি যেন বিএনপির দলে প্রবেশ করতে না পারে—সে বিষয়ে তদন্তপূর্বক দলীয় সিদ্ধান্ত নেওয়া জরুরি। তারা দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা নিতে কেন্দ্রীয় ও উপজেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়