কুষ্টিয়া-৩ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এ্যাড. ড. মোহাঃ শরিফুল ইসলাম

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:৩২, বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে গণঅধিকার পরিষদ মনোনয়ন দিয়েছে এ্যাডভোকেট ড. মোহাঃ শরিফুল ইসলাম-কে।

তিনি বর্তমানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ড. শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তিনি আইনের পেশায় থেকেও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ড. শরিফুল ইসলাম বলেন,

“গণঅধিকার পরিষদের আদর্শ ও জনগণের আস্থার ভিত্তিতে আমি কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

দলের স্থানীয় নেতাকর্মীরা তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়েছেন এবং নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে গণঅধিকার পরিষদ মনোনয়ন দিয়েছে এ্যাডভোকেট ড. মোহাঃ শরিফুল ইসলাম-কে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়