ক্যান্সার রোগীদের পাশে “ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড হ্যাপিনেস বাংলাদেশ”
চট্টগ্রাম ব্যুরো : || বিএমএফ টেলিভিশন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড হ্যাপিনেস বাংলাদেশ‘-এর উদ্যোগে ও সহযোগিতায় শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইউনিটের রোগীদের মাঝে অর্ধ লক্ষ টাকার ঔষধ, খাবার ও ফল বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড হ্যাপিনেস বাংলাদেশ‘-এর উদ্যোগে ও সহযোগিতায় শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইউনিটের রোগীদের মাঝে অর্ধ লক্ষ টাকার ঔষধ, খাবার ও ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত উপপরিচালক (প্রশাসন) মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ক্যান্সার ইউনিটের বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, কৃষি ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আবুল মোবারক, সংগঠনের মুখপাত্র ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য কাজী আশরাফুল হক জীবন, আজীবন সদস্য আহসান হাবীব বাবু, আজীবন সদস্য ও চকরিয়া ম্যাক্স হাসপাতালের সিইও মোঃ ওবায়দুল হক মনি, সাংবাদিক হৃদয় বড়ুয়া, সংগঠনের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, সাদেকুর রহমান, পিন্টু দাস, আবু বকর সিদ্দিক, মনির উদ্দিনসহ হাসপাতালের সম্মানিত ডাক্তার ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড হ্যাপিনেস বাংলাদেশ