হাসিনার প্লট জালিয়াতি মামলা: অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪০, রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিনটি মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ, রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির তিনটি মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ, রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

এই সাক্ষ্যগ্রহণটি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা।

অন্যান্য আসামিরা হলেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক।

মামলার ৯ নম্বর আসামি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য খুরশিদ আলমের আইনজীবী আজ সাক্ষীদের জেরা করবেন। খুরশিদ আলম গত ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

সাক্ষীরা আদালতকে নিশ্চিত করেছেন, মিথ্যা হলফনামা ব্যবহার করে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে প্লট বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছিল।

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়