বাঘায় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনটি স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাহউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।
আলোচনা শেষে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বাঘার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমচত্বরে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান, ব্যানার-পোস্টারে দিবসটির তাৎপর্য ফুটে ওঠে।